পার্টির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির সাজেক ইউনিয়নর মাজলঙে শিশু র্যালি করেছে অগ্রসর শিশু কিশোর কেন্দ্র (এসিসি)। ২৫ ডিসেম্বর ২০২৪ সকাল সাড়ে ৯টার সময় অগ্রসর শিশু কিশোর কেন্দ্র (এসিসি)-এর উদ্যোগে মাজলং উচ্চ বিদ্যালয় থেকে শিশু র্যালি বের করা হয়। র্যালিটি মাজলং বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী শিশু, কিশোর-কিশোরীদের হাতে ছিল ইউপিডিএফের পতাকা। নীচে শিশু র্যালির কয়েকটি ছবি দেওয়া হলো: