২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেকের মাজলঙে শিশু র‌্যালি

65

পার্টির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির সাজেক ইউনিয়নর মাজলঙে শিশু র‌্যালি করেছে অগ্রসর শিশু কিশোর কেন্দ্র (এসিসি)। ২৫ ডিসেম্বর ২০২৪ সকাল সাড়ে ৯টার সময় অগ্রসর শিশু কিশোর কেন্দ্র (এসিসি)-এর উদ্যোগে মাজলং উচ্চ বিদ্যালয় থেকে শিশু র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাজলং বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী শিশু, কিশোর-কিশোরীদের হাতে ছিল ইউপিডিএফের পতাকা।  নীচে শিশু র‌্যালির কয়েকটি ছবি দেওয়া হলো: