সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

70

অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে জানিয়ে গত ৪ আগস্ট ২০২৪ ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করা হয়। নীচে উক্ত সমাবেশের কিছু ছবি যুক্ত করা হলো:

খাগড়াছড়ি:

খাগগাছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ -এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ।

সাজেক:

রাঙামাটির সাজেকে ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সাজেকে সমাবেশের আগে মিছিল করা হয়।

দীঘিনালা:

ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের উদ্যোগে বিক্ষোভের আয়োজন করা হয়।

কুদুকছড়ি (রাঙামাটি) :

রাঙামাটির কুদুকছড়িতে ইউপিডিএফের জেলা ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হায়।
রাঙামাটির কুদুকছড়িতে সমাবেশে আগে মিছিল করা হয়।