সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে গণসমাবেশ, বিক্ষোভ

45

সংবিধানের বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’ বাতিল ও সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গত ৩০ জুন ২০২৪ রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় গণসমাবেশ, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পঞ্চদশ সংশোধনী বিল পাসের ১৩বছর পূর্তির দিনে আয়োজিত এ কর্মসূচির কিছু ছবি নীচে দেওযা হলো:

বাঘাইছড়ি (সাজেক):

বাঘাইছড়ির উপজেলার সাজেকে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহ বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে গণসমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখছেন ইউপিডিএফ সংগঠক অক্ষয় চাকমা।
গণসমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ।
গণসমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ।

খাগড়াছড়ি সদর:

ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে স্বনির্ভর এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।
বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কপি পুড়িয়ে বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদ জানানো হয়।

দীঘিনালা

দীঘিনালা এলাকাবাসীর উদ্যোগে গণসমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
দীঘিনালায় গণসমাবেশের একাংশ।
বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে গণসমাবেশে অংশগ্রহণকারীরা। দীঘিনালা, খাগড়াছড়ি।

রামগড়

খাগড়াছড়ির রামগড়ে পিসিপি, ডিওয়াইএফ ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও গণসমাবেশের আয়োজন করা হয।
রামগড়ে গণসমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ।

মানিকছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়িরড় মানিকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও নারী আত্মরক্ষা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মানিকছড়িতে সমাবেশে অংশগ্রহণকারী ছাত্র-যুবকরা ব্যানার প্রদর্শন করে শ্লোগান দিচ্ছেন।

পানছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পানছড়িতে তিন সংগঠনের আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ।
সমাবেশে নারী শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন। এক শিক্ষার্থীকে হাত উঁচিয়ে শ্লোগাান দিতে দেখা যাচ্ছে।

মাটিরাঙ্গা

মাটিরাঙ্গায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে মিছিল ও গণসমাবেশের আয়োজন করা হয়।

মহালছড়ি

ইউপিডিএফের মহালছড়ি ইউনিটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়।

লক্ষ্মীছড়ি

লক্ষ্মীছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ ও গণসমাবেশের আয়োজন করা হয়।
বিভিন্ন শ্লেগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে গণসমাবেশে অংশগ্রহণকারীরা।

কুদুকছড়ি (রাঙামাটি)

রাঙামাটির কুদুকছড়িতে তিন সংগঠনের উদ্যোগে ছাত্র-যুব সমাবেশের আয়োজন করা হয়।
রাঙামাটির নান্যাচরে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়।