বিপুলসহ চার তরুণ নেতার খুনিদের গ্রেফতারের দাবিতে সেনাবাহিনীর বাধা ভেঙে কুদুকছড়িতে চার সংগঠনের বিক্ষোভ মিছিল
334
বিপুল চকামা-সুনীল ত্রিপুরা-লিটন চকামা ও রুহিন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে গত ২১ জানুয়ারি ২০২৪ রাঙামাটির কুদুকছড়িতে ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে সেনাবাহিনী বাধা প্রদান করলে উত্তেজিত ছাত্র-যুব-নারী-জনতা তা ভেঙে মিছিল ও সমাবেশ সম্পন্ন করেন। নীচে কিছু ছবি যুক্ত করা হলো: