বিপুলসহ চার তরুণ নেতার খুনিদের গ্রেফতারের দাবিতে সেনাবাহিনীর বাধা ভেঙে কুদুকছড়িতে চার সংগঠনের বিক্ষোভ মিছিল

334

বিপুল চকামা-সুনীল ত্রিপুরা-লিটন চকামা ও রুহিন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে গত ২১ জানুয়ারি ২০২৪ রাঙামাটির কুদুকছড়িতে ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে সেনাবাহিনী বাধা প্রদান করলে উত্তেজিত ছাত্র-যুব-নারী-জনতা তা ভেঙে মিছিল ও সমাবেশ সম্পন্ন করেন। নীচে কিছু ছবি যুক্ত করা হলো:

মিছিলে সেনাবাহিনী বাধা প্রদান করছে। ২১ জানুয়ারি ২০২৪, কুদুকছড়ি, রাঙামাটি।
মিছিলে সেনাবাহিনীর বাধাদান।সেনা পোশাক পরিহিত মুখোশ পরা কয়েকজনকে দেখা যাচ্ছে, যারা সন্দেহ জনক।
সেনাবাহিনীর বাধা ভেঙ্গে মিছিল নিয়ে সামানে এগিয়ে যাচ্ছেন ছাত্র-যুব-নারী-জনতা। ২১ জানুয়ারি ২০২৪, কুদুকছড়ি, রাঙামাটি
মিছিল নিয়ে এগিয়ে যাচ্চেন চার সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা। ২১ জানুয়ারি ২০২৪
মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।
মিছিল পরবর্তী সমাবেশের অংশবিশেষ। অংশগ্রহণকারীদের হাতে খুনিদের গ্রেফতারসহ বিচার দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। ২১ জানুয়ারি ২০২৪, কুদুকছড়ি, রাঙামাটি
সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ। ২১ জানুয়ারি ২০২৪, কুদুকছড়ি, রাঙামাটি