চার নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে পাঁচ সংগঠনের ২৪ পদাতিক ডিভিশন সদর দপ্তরের অভিমুখে পদযাত্রা

272

বিপুল-সুনীল-লিটন ও রুহিনের হত্যাকারীদের গ্রেফতার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে ১৯ জানুয়ারি ২০২৪ চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন সদর দপ্তরের অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করে।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ভিভিশনের সদর দপ্তর অভিমুখে পদযাত্রা করে এগিয়ে যাচ্ছেন পাঁচ সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা। ১৯ জানুয়ারি ২০২৪
পদযাত্রা সহকারে এগিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা। ১৯ জানুয়ারি ২০২৪
পদযাত্রাটি ২নং গেইট এলাকায় গেলে পুলিশ বাধা প্রদান করে। ১৯ জানুয়ারি ২০২৪
পদযাত্রায় বাধার পর পুলিশের খুলশী থানার ওসির হাতে সেনাপ্রধানের কাছে লেখা পাঁচ সংগঠনের খোলা চিঠি হস্তান্তর করেন গণতান্ত্রিক যুব ফোরাম নেতা শুভ চাক। ১৯ জানুয়ারি ২০২৪
পদযাত্রা শুরুর আগে চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করা হয়। ১৯ জানুয়ারি ২০২৪
পদযাত্রা সমাবেশে বিভিন্ন প্ল্যাকার্ড-পোস্টার হাতে অংশগ্রহণকারীদের একাংশ। ১৯ জানুয়ারি ২০২৪
পদযাত্রা সমাবেশের একাংশ। ১৯ জানুয়ারি ২০২৪