শহীদ বিপুল, সুনীল, লিটন ও রুহিনের স্মরণসভা

182

গত ১১ ডিসেম্বর ২০২৩, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙ ইউনিয়নের অনিলপাড়ায় সেনা মদদপুষ্ট ঠ্যাঙারে নব্যমুখোশ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরাকে ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করে। গত ১৩ ডিসেম্বর শহীদদের দাহক্রিয়া ও ২০ ডিসেম্বর স্মরণসভা ও শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। নীচে স্মরণসভা অনুষ্ঠানে কিছু ছবি দেওয়া হলো:

স্মরণসভা মঞ্চে অতিথিবৃন্দ
সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ ও স্বেচ্ছাসেবকরো শ্লোগান দিচ্ছেন।
শহীদদের প্রতিকৃতিতে জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন।
জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম অঞ্চলেল সভাপতি ভূলন ভৌমিক ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছেন।
ইউপিডিএফের পক্ষ থেকে শহীদের প্রতিকৃতিতে িপুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
শহীদদের সম্মানে দাঁড়িয়ে নিরবতা পালন করা হচ্ছে।
স্মরণসভায় অংশগ্রহণকারীদের একাংশ।
আন্দোলনের একাত্মতার নিদর্শনস্বরূপ ডান হাতে লাল রিবন পরিয়ে দেয়া হচ্ছে।