HomePhotoমানিকছড়িতে ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী প্রতিরোধ সমাবেশ
মানিকছড়িতে ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী প্রতিরোধ সমাবেশ
295
খাগড়াছড়ির মানিকছড়িতে হিল উইমেন্স ফেডারেশন, নারী আত্মরক্ষা কমিটি ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে ৯ নভেম্বর ২০২৩ ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী এক প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের পূর্বে বের করা হয় বিশাল একটি মিছিল। নীচে উক্ত সমাবেশের কিছু চিত্র দেওয়া হলো:
সমাবেশের পূর্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডসহ ধর্ষকদের কুশপুত্তিলিকা হবন করা হয়।মিছিল নিয়ে খঅগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করছেন তিন সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ এলাকার জনসাধারণ।সমাবেশের একাংশ।সমাবেশের একাংশ।নারীদির আত্মরক্ষার কৌশল প্রদর্শন করছেন নবগঠিত নারী আত্মরক্ষা কমিটির সদস্যরা।ধর্ষকদের কুশপুত্তলিকায় লাথি মেরে ও লাঠিপেটা করে ঘৃণা-নিন্দা প্রকাশ করছেন সমাবেশে অংশগ্রহণকারীরা।