শহীদ নবায়ন চাকমার শেষকৃত্য অনুষ্ঠান

173

গত ১৫ মার্চ ২০২২ ভোররাত সাড়ে ৩টার সময় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের মনিভদ্র কার্বারি পাড়ায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলন (সৌরভ)-কে দীঘিনালা জোনের একদল সেনা সদস্য গ্রেফতার করে। গ্রেফতারের পর তার ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেনারা তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্কে নিয়ে ভর্তি করে। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরদিন ১৬ মার্চ ২০২২ দীঘিনালার বাবুুছড়ায় তাঁর শেষকৃত্যু অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীচে শহীদ নবায়ন চাকমার শেষকৃত্য অনুূষ্ঠানের কয়েকটি ছবি দেওয়া হলো:

শহীদ নবায়ন চাকমা মিলন-এর মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে।
আন্দোলনের শপথ নিচ্ছেন ইউুপিডিএফের নেতা-কর্মী, সমর্থকরা।